আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার রাজারপাট আশ্রায়ন প্রকল্প,গুচ্ছ গ্রামের বসবাসরত গরীর, অসহায় ও দুস্থ কর্মহীন মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার(৩ জুন) দুুপুরে পঞ্চগড় সদর উপজেলার রাজার পাট গুচ্ছ গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ানের প্লাটুন কমান্ডার ক্যাপ্টেন শেখ আহমাদুল আখতার গালীব।
এসময় ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ানের প্লাটুন কমান্ডার ক্যাপ্টেন শেখ আহমাদুল আখতার গালীব জানান, বাংলাদেশ সেনাবাহিনী করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করেই তাদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। আমাদের এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।