প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে সীমান্ত থেকে ২৫৭ বোতল ‘ফেন্সিডিল’ আটক

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত থেকে ২৫৭ বোতল ভারতীয় ‘ফেন্সিডিল’ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধায় এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি।
প্রেস বিজ্ঞোপ্তি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনে মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনগত গভীর রাত ২ ঘটিকায় বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে দারখোর বিওপির বিজিবি টহল দল আটোয়ারী উপজেলাধীন নদীডাংগী নামক স্থানে সীমান্ত পিলার ৪০৩/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে ‘চোরাকারবারীরা’ বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ‘ফেন্সিডিলগুলো’ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি টহল দল ২৫৭ বোতল ভারতীয় ‘ফেন্সিডিল’ উদ্ধার করে। উদ্ধারকৃত ‘ফেন্সিডিলের’ সিজার মূল্য-১,০২,৮০০/- (এক লক্ষ দুই হাজার আটশত) টাকা ধরা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube