আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়,মা'দক,জু'য়া,চো'রাচালান,অবৈধ যানবাহন চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,তথ্য প্রাপ্তিতে পুলিশের সহযোগিতাসহ পুলিশের সাথে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির বিষয়ও তুলে ধরেন তারা।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি দ্রুত সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলার উন্নয়নসহ, সার্বিক বিষয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দেন।এছাড়াও সাংবাদিকদের তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লাহ, ডি আই ও-১ ডিএসবি মোঃ মোক্তারুল ইসলাম,ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর চন্দন কুমার, সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, প্রেস ক্লাবের আহ্বায়ক, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, চ্যানেল টুয়েন্টি ফোরের হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু,নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের, সম্রাট হোসাইনসহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।