আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আরো নতুন করে ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবা কর্মীসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জন। জেলায় করোনায় ২ জনের মৃত্যু হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
সোমবার (০৮ জুন) রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডা.ফজলুর রহমান নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। নতুন করে আক্রান্তরা হলেন, পঞ্চগড় সদর উপজেলায় ২ জন। এর মধ্যে স্থানীয় একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন সমাজসেবা অধিদপ্তরের কর্মী। অপরদিকে ঢাকা ফেরত আটোয়ারী উপজেলার ২ জনসহ মোট ৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করলে সোমবার (০৮ জুন) রাতে তাদের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের পরপরই তাদের সবার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।