প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে মৃত অবস্থায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
আটোয়ারী উপজেলায় মৃত অবস্থায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করা হয়েছে।
বুধবার(১৭মার্চ)উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকায় ওই নীলগাইটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের দাড়খোর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করে ।এ সময় স্থানীয়দের চোখে পড়লে নীলগাইটিকে ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে নীলগাইটি ওই এলাকা থেকে পালিয়ে খচপাড়া এলাকায় গিয়ে আশ্রয় নেয়।
স্থানীয়রা নীলগাইটিকে আহত অবস্থায় উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শ্বাসকষ্টে নীলগাইটি মারা যায়।পরে নীলগাইটি মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বনবিভাগ দিনাজপুর বিভাগীয় প্রধান বশিরুল আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে নীলগাইটিকে। নীলগাইটির ময়নাতদন্তের পরে রিপোর্টে জানা যাবে কী কারণে মারা গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube