প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের উপর চড়াও ব্যবসায়ীরা

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার দায়ে পঞ্চগড় বাজারের আলহাজ্ব ক্লোথ স্টোরকে জরিমানা করতে চাইলে পঞ্চগড় সদর উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমিনুল ইসলামের উপর চড়াও হয় বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীরা। পরে প্রতিরোধের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন তিনি।
এ ঘটনার কিছুক্ষণ পর দোকান খোলা রাখার দাবিতে সোমবার(৫এপ্রিল)বিকেলে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন-মহাসড়কে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীরা। কয়েক শত বস্ত্র মালিক ও কর্মচারী মহাসড়কসহ করতোয়া সেতুর উত্তর প্রান্তে বাঁশ ফেলে আগুন জালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।এ সময় বিক্ষোভে নেতৃত্ব দেয় পঞ্চগড় বস্ত্র মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খান ও সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান ।
বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বেলে মিছিল করতে থাকে। এ সময় সড়কে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার লকডাউন ঘোষণা করলেও পঞ্চগড়ে সব চলছে স্বাভাবিক নিয়মে। বালু পাথর পরিবহণসহ বিভিন্ন যানবাহন চলছে। সেখানে কেউ কোন প্রতিবাদ করছে না। এমনকি তাদের জরিমানাও করা হচ্ছে না। কিন্তু কেবল কাপড়ের দোকান খোলা থাকায় জরিমানা করতে আসছে প্রশাসনের লোকজন। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পরে তারা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube