আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এর নেতৃত্বে দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ ও টোকরাভাষা বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ৫ টি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পন্য রাখা, মূল্য তালিকা না টাঙানো এবং নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয় । এছাড়া সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈদ-উল- আযহার সময় পশু কোরবানি করা ও চামড়ার বিষয়ে সচেতন করা হয়।
পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, নিরাপদ খাদ্য ও জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে। এ ছাড়াও বাজার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।