পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় দেড় লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান এই তথ্য জানান।
এ সময় সিভিল সার্জন জানান, 'আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনার জন্য জেলার ১ হাজার ৭৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২ হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবক একযোগে কাজ করবেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে দুই ধাপে: ৬ থেকে ১১ মাস বয়সী ১৮,৪৩০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।