প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৯:৩৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে ভারতীয় বোল্ডার গরু আটক

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী এলাকায় গরু চোরাকারবারির বাড়ি থেকে অবৈধ পথে আসা প্রায় চার লক্ষ টাকা দামের পাঁচটি ভারতীয় বোল্ডার গরু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) রাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সকালে উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা এলাকার মামুন চোরাকারবারির বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বড়শশী ইউনিয়নের বাসিন্দা মামুন দীর্ঘদিন ধরে গরু চোরাকারবারের সাথে জড়িত। রোববার (১১ জুলাই) দিনগত রাতে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে আনে চোরাকারবারিরা৷ গোপন সংবাদের ভিত্তিতে সকালে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মামুনের বাড়ি থেকে ভারতীয় গরুগুলো উদ্ধার করা হয়। এসময় অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন ও তার বড় ভাই ডালিম বাড়ি থেকে পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ৫টি ভারতীয় বোল্ডার গরু উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক সিজার মূল্য প্রায় চার লক্ষ টাকা৷ গরুগুলো বর্তমানে বোদা থানার হেফাজতে রয়েছে।এ ঘটনায় সকল আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube