প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে ভাইয়ের হাতে ভাই খুন

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘি লালগছ গ্রাম তার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত রবিউল লালগছ গ্রামের শারাফত আলীর ছেলে।তিনি পেশায় মোটর পরিবহণ (১৬৬০) শ্রমিকের সদস্য।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক ফিরোজ আলম গত কয়েকদিন আগে বাজার থেকে একটি ধারালো ছুরি এনে বাসায় রাখে। মঙ্গলবার রাতে কোন এক কারণে ছোট ভাই ফিরোজ আলম কে শাসন করে রবিউল। এসময় জমি সংক্রান্ত বিরোধের জের টেনে ফিরোজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে রবিউল আলমের উপর।রবিউলের চিৎকারে বাড়ির আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহাম্মেদ তাকে মৃত্য ঘোষণা করেন।
চিকিৎসক জানান, ছুরির আঘাতে মাথা, ঘাড় ও হাতে গভীর ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।তবে এ ঘটনার পর থেকে ছোট ভাই ঘাতক ফিরোজ আলম পলাতক রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলমের নিহতেন বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube