আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কসহ পঞ্চগড় জেলার সমন্বয়কদের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টিসহ তাদের সহযোগীদের বিভিন্ন ধরণের হু'মকি-ধ'মকি ও জীবন না'শের হু'মকি দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌর এলাকার ডোকরোপাড়ায় জজ কোর্টের সামনে জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের শেরে বাংলা পার্ক চত্বরে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এক সমাবেশ কর্মসূচি পালন করে। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কর্তৃক হু'মকি-ধ'মকির ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সাথে দ্রুত তাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
এ সময় পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, সহ- সমন্বয়ক আতিকুজ্জামান আতিক, ওমর ফারুক, মাহাফুজুর রহমান, সাখাওয়াত হোসেন বাপ্পী বক্তব্য রাখেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।