আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ\পঞ্চগড়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল-পেঁয়াজ বিক্রি করায় ৫ অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকেলে পঞ্চগড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, মের্সাস বারেক রাইস এজেন্সির আব্দুল বারেক (বাচ্চু), মের্সাস জিন্নাহ রাইস মিলের জিন্নাহ, জাকির এন্ড সন্সের জাকির হোসেন, মের্সাস নাইম ট্রেডার্সের আজিজুল ইসলাম ও জালাল উদ্দীন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ করে অতিরিক্ত দামে চাল ও পেঁয়াজ বিক্রি করছেন এমন খবরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় খবরের সত্যতা পাওয়ায় ৫ জন চাল ও পেঁয়াজ ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।