প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ১০:১১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বিয়ে ভাঙতে গিয়ে প্রেমিক আটক

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়া আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা অরেক সহযোগী মানিক হোসেনকে আটক করা হয়। আটক আইয়ুব আলী ও মানিক হোসেনের বাড়ি ঠাকুরগাওঁ জেলার উত্তর বঠিনা গ্রামে। সে একই এলাকার খাদেমুল ইসলাম ও হুমায়ুন কবিরের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে উপজেলার ঝলশালশিড়ি এলাকার কালিয়াগঞ্জ গ্রামে তাদের আটক করা হয়। শুক্রবার (৯ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোদা উপজেলা ঝলশালশিড়ি এলাকার কালিয়াগঞ্জ গ্রামে ফজলার মাস্টারের ছেলে সোহানের সাথে বিয়ের কথা হয় পাশ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলার উত্তর বঠিনা গ্রামের মেয়ে নাজমুনের সাথে। বিয়ের দিন শুক্রবার (৯ জুলাই) মেয়ের বাড়ি গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলার কথা ছিলো। কিন্তু এ কথা শুনার পরে মেয়ের প্রেমিক আইয়ুব আলী তার দলবল নিয়ে ছেলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার (৮ জুলাই) বিয়ে ভাঙ্গার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। সে সময় প্রেমিক ও তার এক সহযোগীকে আটক করেন এলাকাবাসী। তাৎক্ষণিক স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে তাদের আটক করে থানায় নেয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারের মেয়ের পক্ষ বা অন্য কোন পক্ষ হতে মামলা হয়নি। সে কারণে চলমান যে নিয়ম আছে সে ধারায় তাদের আটক করে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube