আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার চাকলা হাট ইউনিয়নের কে,পি মাদ্রাসার পুকুর থেকে বিরল প্রজাতির একটি ময়ূর পাখি উদ্ধার করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে চাকলা হাট ইউনিয়নের কে,টি মাদ্রাসার পুকুরে পরে থাকা ময়ূর পাখিটি দেখতে পায় স্থানীয় কামরুজ্জামান ও বাচ্চা মিয়া নামের স্থানীয় দুই ব্যক্তি। ধারণা করা হচ্ছে ভারতের পাশ্ববর্তী জেলা জলপাইগুড়ি মালবাজার এলাকার গুরুমারা ফরেস্ট থেকে শীতের কারণে আসতে পারে।এদিকে বিরল প্রজাতির ময়ূর পাখির উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুখ সাধারণ মানুষ। ময়ূর পাখিটি বর্তমানে স্থানীয় এলাকাবাসী কামরুজ্জামানের হেফাজতে রয়েছে।পঞ্চগড় বন বিভাগ কর্মকর্তা রোহুল আমিন জানান, ময়ূর পাখির উদ্ধারের খবর নিশ্চিত হয়েছি এবং পাখিটি আমাদের হেফাজতে নিয়ে কর্তৃপক্ষকে জানানো হবে, এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।