আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল করিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে রেজাউল বাড়ির পাশে তার সুপারী গাছে উঠে। এ সময় সুপারী গাছ হেলে গিয়ে পার্শ্ববর্তী বিদ্যুতের তারে পড়ে গিয়ে সে বিদ্যুৎতায়িত হয়। এ দৃশ্য দেখে পরিবারের লোকজন ও এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান লোপা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।