পঞ্চগড় প্রতিনিধি।।
"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার(২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে আদালত চত্বর থেকে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজসহ বিচারকগণ, জেলা জজ আদালতের পিপি, জিপি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।পরে জেলা আইনজীবী সমিতি চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আইগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও আইগত সহায়তা প্রদান কর্মকর্তা সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায়ের সঞ্চালনায় ও জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নি*র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলাও দায়রা জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মো. নরুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।