প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইটি পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলার চরব ডাঙ্গা এলাকায় ও তেলিপাড়া করতোয়া নদীতে এ সব বজ্রপাতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আরাজি সুন্দরদিঘী এলাকার মো.আব্দুস সামাদের ছেলে মো.হামিদুল ইসলাস (৩৮) ও দারার হাট ডাক্তারপাড়া এলাকার মো.ফজল হকের ছেলে মো.সলেমান আলী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল চরব ডাঙ্গা নামক এলাকায় মাঠে ধানক্ষেতের কাজ করছিলো আর সলেমান তেলিপাড়া করতোয়া নদীতে বালু উত্তোলনের কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তাদের উপর বজ্রপাত হয়।এতে করে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube