আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: সদর উপজেলায় মুক্তা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সদর উপজেলার পৌরসভার পূর্ব জালাসী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মুক্তা বেগম পূর্ব জালাসী এলাকার মোঃ লাল মিঞার স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মুক্তা বেগম সকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে পরিবারের অন্যান্য কাজকর্ম শেষে রান্না ঘরে যাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বজ্রপাতের শব্দে দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে অজ্ঞান পড়ে যায়। ঘটনা স্থল থেকে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এদিকে নিহতের শ্বশুর মোঃ জামান হোসেন জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, আমি ঘরে ছিলাম। হঠাৎ বজ্রপাতের শব্দে দেখি আমার বউ মা দরজার সামনে পড়ে আছে এবং সমস্ত শরীর কালো হয়ে গেছে ।এ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু আক্কাস আহম্মদ বজ্রপাতের দুর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।