মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : হিমালয় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ চরম দুর্ভোগে পড়ছে জেলার জনজীবন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির পাশে, রাস্তার পাশে ও বাজারের ভিতরে কাঠের টুকরো, কাগজের টুকরো জ্বালিয়ে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। ঠান্ডা বেশি হওয়ার কারণে রাস্তায় বের হচ্ছে না মানুষ এবং গরু, ছাগল, মহিষ এদেরকেও বাইরে বের করছে না ঠান্ডাজনিত রোগের ভয়ে।
আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের একদম কাছেই পঞ্চগড় জেলা অবস্থিত হওয়ায় এখানে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। তবে এ মাসে আরও দু’টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন্টা কয়েক ব্যবধানে ৩ পয়েন্ট কমে সকাল ৯টায় রেকর্ড হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।