প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২০, ৮:০০ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা

আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেণ্ট-২০২০ এর দ্বিতীয় আসরের চূড়ান্ত ম্যাচ এবং প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে খেলার শেষ ম্যাচ এবং প্রবীণ খেলোয়ারদেরকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
এর আগে, একই মাঠে গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মুজিব শতবর্ষ’ ফুটবল টুর্ণামেণ্ট’র চূড়ান্ত পর্বের খেলা হয়। এতে অংশগ্রহণ করে ডিটার মাইন্ড মনির ফুটবল একাদশ এবং উৎকুড়া ফুটবল একাদশ। খেলায় ৩-২ গোলে বিজয়ী হন ডিটার মাইন্ড মনির ফুটবল একাদশ।একই মঞ্চে বিজয়ী দলের হাতেও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আনোয়ার সাদাত সম্রাট।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি নাট্যকার রহিম আব্দুর রহিম। এই অভূতপূর্ব আয়োজনে প্রবীণ খেলোয়াড় হিসেবে সংবর্ধিত হয়েছেন গলেহাপাড়ার ৭৩ বছর বয়স্ক প্রবীণ খেলোয়াড় আলহাজ্ব মোঃ আমির হোসেন এবং নস্করপাড়ার প্রবীণ ক্রীড়াবিদ ও বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ মো: মোজাহার আলী (৬৫)।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, গলেহাহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ ইয়াছিন আলী, ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীগ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube