আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে আনুষ্ঠানিকভাবে দারিদ্র কল্যাণ সংস্থা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।পঞ্চগড় সদর উপজেলার মোলানী পাড়া এলাকায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি ২ জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবসে যাত্রা শুরু করে।রবিবার দুপুরে মোলানী পাড়া এলাকায় অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানের দারিদ্র কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক মো. শাহজালাল সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড় আনোয়ার সাদাত সম্রাট , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মো. লিটন, মোছা. হুসনেয়ারা বেগম, মো. ইমরান, ডা. জুলকার নাইম সাগর প্রমুখ।প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবন্ধীদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে দক্ষ ফিজিও থেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। এছাড়া গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন মানবতার জানালা নামের কর্মসূচীর মাধ্যমে ডা.এসেছে বাড়িতে চিকিৎসা নিব ফিরিতে এই ¯স্লোগানে মুজিববর্ষের প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত মুজিববর্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা প্রায় ২ হাজার অসহায়,দরিদ্র ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।