প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ২:৫৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে লাদিপ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মেহেরপাড়া গ্রামে এ
দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লাদিপ ওই এলাকার জসিমদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সামনে দুই শিশু খেলা করতে ছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায় শিশু লাদিপ। এসময় তাদের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। তাৎক্ষণিক স্থানীয় ও পরিববারের সদস্যরা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন পুকুরের পানিতে ডুবে লাদিপ নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube