আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে ড্রেনের পানিতে ডুবে তাবাস্সুম জাহান মিম (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১২ জুন) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারুগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিম ওই এলাকার মো. মকছেদ আলীর মেয়ে।স্থানীয় সূত্র জানায়, মকছেদ আলীর বাড়ির পাশে একটি পানির ড্রেন রয়েছে। সকালে শিশুটি খেলতে খেলতে ওই ড্রেনের পানিতে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজা-খুজির পর ওই ড্রেন থেকে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন পানিতে ডুবে মিম নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।