পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার আয়োজনে এ প্রশিক্ষণ চলে দিনব্যাপী।
পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় জেলা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে,প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ হাসান, প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাজিব বিশ্বাস,সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বক্তব্য দেন।
উপস্থিত বক্তারা বলেন, কোনো কাজকে ছোট করে নয়, সব কাজকে সমানভাবে দেখতে হবে। পরিশ্রম করতে হবে। তাহলেই সাফল্য আসবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় সদর শাখা ব্যবস্থাপক মো. রওশনুজ্জামান।
এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড় জেলায় কর্মরত কর্মকর্তা- কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।