প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২১, ৮:৪২ অপরাহ্ণ
পঞ্চগড়ে নিখোঁজের ৩৭ দিন পর মরদেহ উদ্ধার

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর তরিকুল ইসলাম ওরফে ছুটু বাউ (৫৪) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তরিকুল শহরের পূর্ব ইসলামবাগ এলাকার মৃত- আমির উদ্দিনের পুত্র।
শনিবার দুপুরে পঞ্চগড়ের শহরের রওশনাবাগ এলাকার মোস্তফার পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত ১ জানুয়ারি গভীর রাতে নিখোঁজ হন তরিকুল। বাড়ি থেকে পঞ্চগড় বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেননি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি।এ ঘটনায় তরিকুল ইসলামের ছেলে তুহিন পঞ্চগড় সদর থানায় ২ জানুয়ারী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অপরিচিত এক টোকাই পুকুরের পাশে মরদেহটি দেখতে পেয়ে লোকজনকে ডাকা ডাকি করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube