প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রি, ৮ হাজার টাকা জরিমানা
![]()
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে দেশি নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রির করার অভিযোগে অন্তরা নামের নার্সারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ মে) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
জানা যায়, অনলাইনের মাধ্যমে একজন ভোক্তা অন্তরা নার্সারি নামে একটি প্রতিষ্ঠান থেকে নারিকেল গাছের ভিয়েতনামি প্রায় ৫০টি চারা অর্ডার করেন। পরে কুরিয়ারের মাধ্যমে ভোক্তার কাছে চারা পৌঁছালে চারাগুলো দেখে দেশি নারিকেল গাছের মতো মনে হলে বিষয়টি উপজেলা কৃষি অফিসে জানালে কৃষি অফিসার ভোক্তা অধিদপ্তরকে জানান। খবর পেয়ে ভোক্তা কর্তৃক সদরের ব্যারিস্টার বাজার এলাকার অন্তরা নার্সারিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে নার্সারির মালিক নেপাল কুমারকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
পরেশ চন্দ্র বর্মন বলেন, অন্তরা নার্সারিকে দেশি নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রি করার দায়ে এবং ভোক্তাকে প্রতারিত করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৮ হাজার টাকা জরিমানাসহ তাকে সতর্ক করে বলা হয় পরবর্তীতে এ ধরণের কাজ যেন আর করা না হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube