প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে নাতনিকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
![](https://crimepatrol24.com/wp-content/uploads/download-41-1.jpg)
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে নাতনিকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শামসুল হকের সাত বছরের নাতনি বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। এসময় নাতনিকে উদ্ধার করতে পানিতে নামেন তিনি। নাতনিকে পানি থেকে উদ্ধার করতে পারলেও তিনি নিজেই পুকুরের পানিতে ডুবে যান । এসময় নাতনির চিৎকারে স্থানীয়রা দ্রুত গিয়ে ওই মুক্তিযোদ্ধা শামসুল হক কে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
ঠিক একই দিনে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত উজ্জ্বল ওই এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , গত (২৩ সেপ্টেম্বর) রাতে ঝড়-বৃষ্টি হওয়ার কারণে টিভির ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে রাখে পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সেই সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন উজ্জ্বল। টের পেয়ে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube