আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে একদিনে নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দেবীগঞ্জ উপজেলায় আট জন, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় দুই জন করে চার জন। এ নিয়ে পঞ্চগড়ে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৮০ জন।
রবিবার (৩১ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ প্রতিবেশী কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, নতুন আক্রান্ত ১২ জনই ঢাকা, কুমিল্লা ও মাদারীপুর ফেরত। এদের রক্তের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের টেস্টে পজিটিভ আসে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট এক হাজর ২৯৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২১৮ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ৮০ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। বাকীদের আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।