আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জ উপজেলায় এক নারীসহ ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।
সিভিল সার্জন ডা. মোঃ ফজলুর রহমান শুক্রবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্ত সদর উপজেলার ২ জনের মধ্যে একজনের বাড়ি উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী গ্রামে। তার বয়স ৩০ বছর। উপজেলার অপর আক্রান্তের বাড়ি পৌর এলাকার ডোকরো পাড়ায়। তার বয়স ৪৩ বছর,দেবীগঞ্জ উপজেলার আক্রান্তের বাড়ি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ঝংড়ুপাড়া গ্রামে। তার বয়স ৬৮ বছর।
গত(০৬) জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১২ জুন তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১৪৮৫ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১০২ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন, সদরে ৩৪ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৩৮ জন। ইতোমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৩৮ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার ১ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।