আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে কাপড়, জুতা ও কসমেটিক্স দোকান আবারো বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। এর আগে ঈদ উপলক্ষে সরকারের ঘোষণার পর ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলায় কাপড়, জুতা ও কসমেটিক্স দোকানপাট খোলা রাখেন।
কিন্তু স্বাস্থ্যবিধি না মানা ও বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষ জেলা শহরে কেনাকাটা করতে আসায় চাপ বাড়ে শপিংমল ও বিপণি বিতানগুলোতে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভা করেন জেলা প্রশাসন। সভায় সর্বসম্মতিক্রমে বুধবার (২০ মে) থেকে জেলায় আবারো দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়।সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মো. ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।