
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১২ জনকে জরিমানা করেছেন ভ্র্যামমাণ আদালত।
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন বাজারে অনুমোদনহীন দোকান খোলা রাখায় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরাধে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ১২ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।
সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে বলে তিনি জানান। অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।