প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৯:৩১ অপরাহ্ণ
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
![]()
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের ৩ আরোহী।নিহত আনিছুর একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে এবং তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম ও হাওয়াজোত কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।
বুধবার (২৬ মে) দিনগত রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন- তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আনিছুর উপজেলার শিপাইপাড়া বাজার থেকে একা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় গোয়ালগছ এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ৩ আরোহী নিয়ে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুরের মৃত্যু হয়।স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক নওশাদকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্কা (ওসি) আবু সায়েম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube