আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : রোপণ করা সারি সারি চা-চারা দীর্ঘ আট মাস ধরে পরিচর্যার মাধ্যমে ক্রমন্বয়ে পরিপুষ্ট হয়ে উঠা দুই একর জমিতে প্রায় আট হাজার রোপণকৃত চা-চারা গভীর রাতের আধাঁরে নিধন করেছে দুর্বৃত্তরা।
রাতের আধাঁরে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা দেবনগড় ইউনিয়নের কালিয়া মনি এলাকার মো. আবু সালেক এবং অংশী পরিবারের আট হাজার চা-চারা ও প্রায় তিন শত সুপারি চারা নিধন করার ঘটনা ঘটেছে।
ঘটনার অভিযোগে সরজমিনে গিয়ে দেখা যায়, দেবনগড় ইউনিয়নের কালিয়া মনি এলাকায় আবু সালেক ও অংশী পরিবারের খতিয়ানভুক্ত নদী এলাকা উঁচু নিজ দখল সূত্রে জমিতে প্রায় দুই একর জমিতে আট মাস ধরে চা-চারা পরিচর্যা করে আসছে এবং জমির চতুর পাশে তিন শত সুপারি চারা রোপণকৃত চতুর পাশ দিয়ে বাশেঁর বেড়া অবস্থায় ছিল।
ভুক্তভোগী আবু সালেক জানান, গত বুধবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র একদল দুর্বৃত্ত রাতের আধাঁরে সৃজিত ওই বাগানের অন্তত প্রায় আট হাজার চা-চারা ও তিন শত সুপারি গাছ কেটে নিধন করে চতুর পাশে থাকা বাশেঁর বেড়া নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে করে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বাগান মালিক।
এব্যাপারে স্থানীরা এলাকাবাসী সেলিম ও দুলাল বলেন, আমরা সকালে আবু ভাইয়ের বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে যাই।পরে জানা গেল তাদের চা-চারা বাগান নিধন করছে একদল দুর্বৃত্ত।
এলাকার ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি ঘটার পরের দিন সকালে আমাকে তাদের পরিবারের সদস্যরা জানালে আমি ঘটনা স্থলে গিয়ে দেখে নিশ্চিত করেছি চা-চারাগুলো কে বা কারা নিধন করেছে।এদিকে দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান মহসিন আলী বিষয়টি জানেন বলে অবহিত করেছেন।এনিয়ে ভুক্তভোগী বাগানের মালিক আবু সালেক মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।