প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে দম্পতিকে একঘরে করে রাখার মামলায় দুই আসামী গ্রেফতার

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর এলাকায় আয়নাল হক ও জামিরন বেগম দিনমজুর দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় সহিদ আলী ও আমির চাঁন নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মো. সহিদ আলী ও আমির চাঁন জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ছলিমনগর এলাকার ছমির আলীর ছেলে ।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে দেবীগঞ্জ থানা উপ- পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে সহিদ ও আমির চাঁন কে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে তাদের দ ‘জনকে দেবীগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে আদালতে বিচারক এম এম মাহবুব ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, দিনমজুর দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় ৯ আসামীর মধ্যে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অব্যাহত রয়েছে।
জানা যায়, ছলিমনগর এলাকার দিনমজুর আয়নাল ও জামিরনের ৩৫ বছরের সংসার। তাদের চার সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়েছেন। চলতি বছরের ১৮ এপ্রিল ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় রাগের মাথায় স্ত্রীকে তিন তালাকের ঘোষণা দেন আয়নাল। বিষয়টি স্থানীয় গ্রাম্য মাতাব্বরদের কানে পৌঁছাতেই শুরু হয় বিপত্তি। মাতাব্বররা জামিরনকে হিল্লা বিয়ে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ওই দম্পতিকে প্রায় চার মাস ‘একঘরে’ করে রাখেন তারা। বিষয়টি আদালতের নজরে আসলে গত ২২ আগস্টের মধ্যে তদন্তের নির্দেশ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন গত ২২ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২২ আগস্ট দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহাবুব ইসলাম ওই দম্পতিকে এক ঘরে রাখার ঘটনায় সমাজপাতি শাহাজাহান আলী, মুফতি আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, আমির চাঁদ, শহীদ, ছোরমান আলী, জুল হক, মোস্তফা ও রাসেলসহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube