প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২১, ৭:৫৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে ট্রাকের ধা-ক্কা-য় মোটরসাইকেল আরোহী নি-হ-ত

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ট্রাকের ধা-ক্কা-য় আলিম ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নি-হ-ত হয়েছে।
এসময় মোজাফ্ফর হোসেন (১৮) নামে একজন আ-হ-ত হয়েছে।
জানা যায়, নিহত আলিম দেবীগঞ্জ উপজেলার সাকোয়া এলাকার সাকালুর ছেলে এবং আহত মোজাফ্ফর হোসেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষ করে আলিম ও মোজাফ্ফর মোটরসাইকেলযোগে বিরাজোত এলাকা থেকে দশমাইল বাজারে চা খাওয়ার জন্য বের হয়। পরে দশমাইল এলাকায় গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোজাফ্ফরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube