প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ৮:৩২ অপরাহ্ণ
পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
বুধবার(১৭মার্চ) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড় সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেন পঞ্চগড় জেলা পুলিশ।এসময় উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) এস এম শফিকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলমগীর রহমানসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
এ ছাড়াও পঞ্চগড় জেলার সদর থানা, দেবীগঞ্জ থানা, বোদা থানা ও আটোয়ারী থানা এবং তেঁতুলিয়া থানা সকল অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং ফোর্সগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। আসুন সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube