মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা প্রান্তিক জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এ জেলায় ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন দুপুর গড়িয়ে এলেও দেখা মেলছেনা সূর্যের। এর আগে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা।দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে রাত ও সকালে শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় অসহায় ও নিম্নবিত্তরা শীত নিবারনের চেষ্টা করছে খড়কুটা জ্বালিয়ে। মঙ্গলবার সকাল নয়টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে, প্রতিদিন কমছে এই জেলার তাপমাত্রা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও ঘন কুয়াশা। গত কয়েকদিন থেকে এ জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সম্ভাবনা রয়েছে শৈত্য প্রবাহেরও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, বিগত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মাসের শেষের দিকে এ জেলার ওপর দিয়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।