আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় চিনিকল বয়লিং হাউজ সাহায্যকারী সলেমান আলী গত বুধবার ২৯/০১/২০২০ইং তারিখ আনুমানিক রাত ৯.২৫ মিনিটে চিনিকলের প্যান ওয়াশ করার সময় কাষ্টিং ও বিষাক্ত জাতীয় পদার্থ পড়ে শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবণতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা বারডেম হাসপাতালে প্রেরণ করেন এবং চিকিৎসারত অবস্থায় ৬দিন যাবৎ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অবশেষে ০২/০২/২০২০খ্রি. তারিখ রবিবার ১১.৩০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। পঞ্চগড় চিনিকলে চলছে শোকের মাতম। এদিকে কাষ্টিং দুর্ঘটনায় নিহত শ্রমিক সলেমানের বাড়িতে চলছে কান্নার রোল। সংসারের একমাত্র রোজগার করা মানুষটি না ফেরার দেশে চলে যাওয়ায় বার বার মুচ্ছা যাচ্ছেন পরিবারের অনেকেই। মৃত সলেমানের পরিবারে ৩টি মেয়ে বিবাহের উপযুক্ত এবং পড়াশোনায় লিপ্ত রয়েছে ও ২টি ছেলে । পরিবারটি দেখভালের দায়িত্ব নেওয়ার মতো আল্লাহ্ ছাড়া আর কেউ রইলনা। এলাকাবাসী ও শ্রমিকদের প্রাণের দাবি তার পরিবারের দিকে পঞ্চগড় চিনিকলের কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে পঞ্চগড় চিনিকলের এডিএম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, পরিবারটির পাশে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা চালাচ্ছি এবং এর কোনো ব্যত্য়য় ঘটবেনা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।