প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ৩:৪০ অপরাহ্ণ
পঞ্চগড়ে কাঁচা বাজার আড়ৎ স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় বাজারের কাঁচাবাজার আড়ৎ অন্য কোন জায়গায় স্থানান্তর করে জনসাধারণের পরিবেশ বান্ধব চলাচল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সবুজ আন্দোলন নামে একটি পরিবেশবাদী সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১টায় পঞ্চগড় শহরের শেরে-বাংলা পার্ক চত্ত্বরে সবুজ আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন জেলা শাখার সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, সবুজ আন্দোলন সদর উপজেলা শাখার আরমান হোসেনসহ অনেকে।
এসময় বক্তরা বলেন, পঞ্চগড় বাজারে কাঁচামাল আড়ৎ এ বর্জ্যের পচা দুর্গন্ধে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। তাই কাঁচাবাজার আড়ৎটি অন্য কোন জায়গায় স্থানান্তর করে মানুষের চলাচলের উপযোগীসহ শহরের সকল অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube