আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত মনে হলে মুক্তি(২৫) নামের একটি মেয়ে পুলিশের সাহায্য চাইলে তাৎক্ষণিক কামাতপাড়া তার বাড়িতে পৌঁছে যায় পঞ্চগড় সদর থানা পুলিশ।
পঞ্চগড় পৌরশহরের কামাতপাড়া এলাকার মোঃ মুকুল হোসেনের মেয়ে( মুক্তি) গত তিন দিন যাবত জ্বর, কাশি, গলা ব্যথায় ভুগছিলেন। করোনা ভাইরাস সংক্রমণের সচেতনতামূলক হিসেবে নিজেকে সন্দেহজনক মনে হলে তিনি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ তার বাড়িতে ছুটে গিয়ে অসুস্থ মুক্তিকে নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা তাৎক্ষনিক পরীক্ষা নিরীক্ষার পর করোনা ভাইরাসের নমুনা না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে থানা পুলিশ তার বাড়িতে পৌঁছে দেয়। যে কোন সমস্যার সহযোগিতা পেতে 01704343480 নাম্বারে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলেন পঞ্চগড় সদর থানা পুলিশ। এতে পরিবার এবং এলাকাবাসী পঞ্চগড় সদর থানা পুলিশকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।