আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃপঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জনের কার্যালয় এ সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।সভায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি জেলা স্বাস্থ্য বিভাগ বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা শনাক্তে মেডিকেল টিম স্থাপন করেছেন। সেখানে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে মেডিকেল ক্যাম্পে যাতায়াতকারীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এখন থেকে ট্রাক চালক ও সাহায্যকারীরও শরীরের অস্বাভাবিক তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে। তিনি আরো জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চতুর্থ তলায় পাঁচটি কক্ষে মোট ১০টি আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। কোন যাতায়াতকারীকে সন্দেহজনক মনে হলে সেখান থেকে তাদের ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে। সমস্যা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তোহিদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।