প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ৯:৪৫ অপরাহ্ণ
পঞ্চগড়ে করোনায় নারীর মৃত্যু

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
সোমবার (২১ জুন)সকালে দেবীগঞ্জ উপজেলার টেপরিগছ ইউনিয়নের দহলা খাগড়াবাড়ি হাজিপাড়া গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নিজ বাড়ীতে আফরোজার মৃত্যু হয়।নিহত আফরোজা ওই ইউনিয়নের হাজিপাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আফরোজা নামে ওই নারী মানসিক রোগে ভুগছিলেন। এর মাঝে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ১৪ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ১৬ জুন করোনা রিপোর্ট পজিটিভ আসে।করোনা শনাক্তের পর তাকে হাসপাতালে আইসোলেশনে রাখার জন্য তার বাড়িতে এম্বুলেন্স পাঠানো হলে পরিবারের লোকেরা তার মানসিক সমস্যার কথা বলে বাড়িতেই রেখে দেয়। পরে হোম কোয়ারেন্টাইনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। এর মধ্যে শনাক্তের ৫ দিন পর আফরোজা বেগম তার বাড়িতে মৃত্যুবরণ করে।পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube