আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তেঁতুলিয়া দেবনগড় ইউনিয়নের সুরিগছ এলাকায় মমতাজ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ মমতাজ আলী ওই এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে।এ নিয়ে করোনায় পঞ্চগড় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।
রবিবার (২ আগস্ট) সকালের দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সুরিগছ এলাকার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,করোনায় মারা যাওয়া মমতাজ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ২৯ জুলাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে গতকাল শনিবার রাতে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে গতকাল রাত থেকে মমতাজের শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
এপর্যন্ত জেলায় ৩৩৮ জন আক্রান্তের মধ্যে সদরে ১৩১ জন, বোদায় ৫৬ জন, দেবীগঞ্জে ৭৯ জন আটোয়ারীতে ৪১ জন,তেঁতুলিয়ায় ৩১ জন এর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে।এ পর্যন্ত পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ৩৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত জেলায় মোট ২০৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।