আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ'কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নি'খোঁজ রয়েছেন ৩০ জনের বেশি। মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে। (২৫ সেপ্টেম্বর)রোববার দুপুরে জেলার বোদার মাড়েয়া আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ২৫টি লা'শ বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থলে রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে ৭জনের লাশ থাকার কথা নিশ্চিত করেছেন।
এছাড়া জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে।
উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা উপজেলার পাচপীর, ব্যাংহাড়ি, মাড়েয়া এ সব এলকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি এক পাশে উল্টে যায়। ফলে সব যাত্রী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নি'খোঁজ রয়েছেন। তবে উদ্ধার কাজ এখনও চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।