প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২১, ৮:০৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে এক্সকেভেটর বাহনকারী ট্রাক্টর উল্টে নিহত ২
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে এক্সকেভেটর বহনবাহী ট্রাক্টর উল্টে ২জন নিহত হয়েছেন। এ সময় সাথে থাকা আহত হয়েছেন আরও ১জন।নিহতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মুক্তার হোসেন (৩২) ও আব্দুর রহমান (৩০)। তারা দুজনেই এক্সকেভেটরের চালক ছিলেন। এ সময় সুকুমার নামে তাদের এক সহকারী আহত হন।বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় পঞ্চগড়-আটোয়ারী সড়কের কমলাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এক্সকেভেটরবাহী ট্রাক্টরটি পঞ্চগড় থেকে আটোয়ারীর দিকে যাচ্ছিল। পঞ্চগড়-আটোয়ারী সড়কের কমলাপুর নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের কাজ হচ্ছিল। দ্রুত গতির কারণে তারা ব্রিজ নির্মাণের বিষয়টি বুঝতে না পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে পড়ে এক্সকেভেটরবাহী ট্রাক্টরটি। এ সময় চাপা পড়েন দুই এক্সকেভেটর চালক ও তাদের এক সহকারী।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক্সকেভেটরের চালক মুক্তার হোসেন ও আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। সহকারী সুকুমারকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। চালক বুঝতে পারেনি যে সড়কের উপর ব্রিজের কাজ হচ্ছে। দ্রুত গতিতে ব্রিজের কাছাকাছি পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি এক্সকেভেটর উল্টে যায়। এ সময় চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন এবং আহত হন আরও একজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube