প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়ারি আটক
![](https://crimepatrol24.com/wp-content/uploads/2021/01/20210107_170336.jpg)
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের পরিষদে জুয়ার আসর চলাকালীন সময়ে ইউপি সদস্যসহ চারজন জুয়ারিকে আটক করেছেন চেয়ারম্যান। পরে পুলিশের কাছে চার জুয়ারিকে হস্তান্তর করে। বুধবার (৬ জানুয়ারি), গভীর রাতে পঞ্চগড় ৩নং ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে।
আটক চারজনের মধ্যে রয়েছেন ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদ (৫১) আটক অন্যরা হলেন সদর উপজেলার সিতাগ্রাম এলাকার জাহেদুল হক ( ৩৫), আবু হোসেন (৪৫), ঝাকুয়াকালী এলাকার আব্দুল রশিদ ( ৪০)। এ সময় ১৩ হাজার ৩২৭ টাকাসহ দুটি মোবাইল ফোন ও জব্দ করা হয়।
চেয়ারম্যান জাহেদুল হক জানান, পরিষদে ঘন্টা দুয়েক ধরে সালিশ চলছিল। এ সময় পরিষদের দ্বিতীয় তলায় তাস দিয়ে জুয়া খেলা চলছিল। গোপনে কে বা কাহারা আমাকে বিষয়টি অবহিত করে, আমি তাৎক্ষণিকভাবে গ্রাম পুলিশ দিয়ে ঘরে তালা দিয়ে বিষয়টি থানায় জানাই। পরে পুলিশ আসলে তাদের কাছে ইউপি সদস্যসহ ৪ জন জুয়ারিকে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার উপ- পরিদর্শক শামীম মন্ডল জানান, চেয়ারম্যান আমাদের কাছে ইউপি সদস্যসহ চার জুয়ারিকে হস্তান্তর করে। তাদের কাছ থেকে পাওয়া ১৩ হাজার ৩২৭ টাকাসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং জানালা দিয়ে ফেলে দেওয়া তাস স্থানীয়রা কুড়িয়ে আমাদের কাছে হস্তান্তর করে। প্রকাশ্য জুয়া আইনে ওই চারজনের বিরুদ্ধে মামলা করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube