আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৪ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন।
নতুন করে আক্রান্তরা হলো, পঞ্চগড় সদর উপজেলায় ১ জন, দেবীগঞ্জ উপজেলায় ৬ জন ও আটোয়ারী উপজেলায় ২ জন।
শুক্রবার (২৯ মে) রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন এই ৯ জন ঢাকা থেকে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আসলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ২৭ মে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলে আজ তাদের করোনা শনাক্ত হয়। বর্তমানে তারা বাড়িতে আছে, সুস্থ আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।