আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আরও নতুন ৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ওই ৩ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৪২ জন।
মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নমুনা সংগ্রহের ৩২ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৩ জন। তেঁতুলিয়ায় ১৪ জন, সদরে ৫৫ জন, আটোয়ারীতে ১০ জন, বোদায় ১৪ জন দেবীগঞ্জে ৪৯ জন। নতুন শনাক্ত ৩ জনই সদর উপজেলার আক্রান্ত ব্যক্তিরা হলেন ১| মোঃ আনোয়ার হোসেন ( ৩২) হাফিজাবাদ ইউনিয়নের বসুনিয়া পাড়া ২| মোঃ ইসমাইল হোসেন পঞ্চগড় পৌরসভার কায়েত পাড়া ৩| নাজমুন নাহার (৩৩) পঞ্চগড় পৌরসভার সি,এন্ড মোর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সিভিল সার্জন ডা: ফজলুর রহমান রাতে নতুন ৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ জানান,এ পর্যন্ত জেলায় মোট ২১১৮ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে ২০৭৭ জন, মোট করোনা শনাক্ত ১৪২ জন, এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ১৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।