প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২১, ৯:৫৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে আটকে পড়া দূরপাল্লার পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
![]()
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে করোনাকালীন সময়ে লকডাউনে পড়ে থাকা দূরপাল্লার কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মে)জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক শ্রমিকের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও করোনায় লকডাউনের আওতায় কর্মহীন হয়ে পড়ে থাকা সকল শ্রমিক সংগঠন ও দরিদ্রদের মাঝে ক্রমান্বয়ে আরও দুই হাজার ব্যক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানায় জেলা পরিষদ কর্তৃপক্ষ।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেশী, সদস্য আক্তারুন নাহার শাকি, জেলা বাস-সিনিবাস পরিবহণ শ্রমিকের সভাপতি বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক আব্বাস আলী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube