আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে পাটের স্তুপে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে প্রায় কোটি টাকার পাট। সোমবার পঞ্চগড় জেম জুট কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।তবে অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি বলে জানান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন। জানা যায়, নিরাপত্তা প্রহরী ধনিরাম রায় দায়িত্বে ছিলো ওই পাট স্তুপের। হঠাৎ আগুনের দাবানল দেখে দ্রুত খবর দেন ফায়ার সার্ভিস স্টেশনে।জেম জুট কারখানার এক্সিকিউটিভ অফিসার রঞ্জু আহমেদ জানান, প্রায় ১৬০ টন পাট অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। তিনি আরো বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।